পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে বন্দুকধারীদের হামলায় ১৬ জন নিহত হয়েছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় একটি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় মেয়র হালিদো জিবো জানান, তিলাবেরি অঞ্চলের থেইম গ্রামে জুমার নামাজের সময় অজ্ঞাত বন্দুকধারীরা হামলা চালায়।
এর আগে গত সোমবার একই অঞ্চলের আরেকটি গ্রামে বন্দুকধারীদের হামলায় ১৪ শিশুসহ ৩৭ জন নিহত হয়েছিল।
আফ্রিকার সাহেল অঞ্চলে মালি, বুরকিনা ফাসো ও নাইজারের সীমান্তবর্তী এলাকাগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে আল কায়েদা ও আইএস জঙ্গিরা। এসব হামলাগুলোকে তাদের তৎপরতার অংশ বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/