সিঙ্গাপুরে ৮০ শতাংশ মানুষ করোনার দুই ডোজ টিকা পেয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী অং ইউ কুং। যে কারণে দেশটিতে ধীরে ধীরে করোনার বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে।
এর মাধ্যমে বিশ্বের সবচেয়ে বেশি টিকাকরণ দেশের তালিকায় উঠে এসেছে এশিয়ার দেশটির নাম।
স্বাস্থ্যমন্ত্রী লেখেন, আমরা আরেকটি মাইলফলক অতিক্রম করেছি, আমাদের ৮০ শতাংশ মানুষকে করোনার দুই ডোজ টিকা দেওয়া সম্পন্ন হয়েছে।
এদিকে চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে ভাইরাসে আক্রান্ত হয়ে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। একই সঙ্গে আগের দিনের তুলনায় কমেছে ভাইরাসে আক্রান্ত নতুন রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে ৮ হাজারের বেশি মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে ৫ লাখ ৪১ হাজার।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/