গত দুই বছরে ৬ বার উৎকৃষ্ট মানের হীরা খুঁজে পেলেন ভারতের মধ্যপ্রদেশের এক কৃষক। এবার ৬ দশমিক ৪৭ ক্যারেটে হীরা পেয়েছেন সৌভাগ্যবান কৃষক প্রকাশ মজুমদার। মূল্য ৩০ লাখ রুপি, বাংলাদেশি মুদ্রায় ৩৪ লাখ ৮৬ হাজার টাকার বেশি।
পান্না জেলার জারুয়াপুর গ্রামের হীরার খনি এলাকায় শুক্রবার তিনি ৬.৪৭ ক্যারেটের পান। আগামী কয়েকদিনের মধ্যেই এই হীরা নিলামে তোলা হবে। আর সরকারি নির্দেশিকা মেনে নির্ধারিত হবে এর দাম।
মজুমদার প্রকাশ বলেন, ‘আমরা পাঁচজন মিলে খনি এলাকায় জমি লিজ নিয়ে হীরার সন্ধান করি। ৬.৪৭ ক্যারেটের যে হীরা পেয়েছি, তা সরকারের হীরা অফিসে জমা দিয়েছি। নিলাম থেকে যে অর্থ আসবে আমরা পাঁচজন ভাগ করে নেব।
গত বছর তিনি ৭.৪৪ ক্যারেটের হীরা পান। গত দুই বছরে তিনি আরও চারটি হীরকখণ্ড পেয়েছেন। সেগুলোর ওজন ২ থেকে ২.৫ ক্যারেট।
প্রশাসন বলছে, নিয়ম মেনেই নিলামে তোলা হবে। তার পর সরকারের রয়্যালটি এবং কর বাদ দিয়ে বাকি টাকা ওই কৃষককে দিয়ে দেওয়া হবে। নিলামে এর দাম উঠতে পারে প্রায় ৩৪ লাখ টাকা।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/