তাইওয়ান প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজ পরিচালনায় কঠোর নিন্দা জানিয়েছে চীন। বেইজিং এমন পদক্ষেপকে ওই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার জন্য যুক্তরাষ্ট্রকে হুমকি মনে করছে।
শনিবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ এবং কোস্টগার্ড কাটার তাইওয়ান এবং চীনের মধ্যবর্তী জলসীমায় প্রবেশ করে। এ ঘটনার প্রতিবাদ জানাচ্ছে বেইজিং।
তাইওয়ান নিজেদের স্ব-শাসিত অঞ্চল দাবি করে আসছে। যদিও তাইওয়ানকে নিজেদেরই অংশ ভাবে চীন।
মার্কিন যুদ্ধজাহাজ তাইওয়ান প্রণালীতে প্রবেশ করায় সেখানকার ১৬০ কিলোমিটার অঞ্চলের নিরাপত্তায় ঝুঁকি দেখছে চীন।
যুক্তরাষ্ট্র দাবি করছে, শুক্রবার ইউএসএস কিড গাইডেড-ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী জাহাজ এবং কোস্টগার্ড কাটার মুনরো আন্তর্জাতিক জলসীমানা দিয়ে যাত্রা করে। একে নিয়মিত যাওয়া আসা বলছে তারা।
এই পথে প্রায় সময় যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ প্রবেশ করতে দেখা যায়। এ নিয়ে বারবার ওয়াশিংটনকে সতর্ক করে আসছে চীন।
শনিবার চীন বলছে, তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ। তার দেশ নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র সহ্য করবে না বেইজিং।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/