প্রথমবারের মতো কর্মক্ষেত্রে যোগ দিতে প্রস্তুত দেশটির সৌদির নারী সেনা সদস্যরা। পুরুষদের পাশাপাশি এখন থেকে তাদেরকেও দেখা যাবে সৌদি সেনাবাহিনীতে।
সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য ১৪ সপ্তাহের প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয়েছিল গত ৩০ মে। দেশটির আর্মড ফোর্সেস ওমেন'স ক্যাডার ট্রেনিং সেন্টারের অধীনে এই প্রশিক্ষণে অংশ নিয়েছিলেন নারী ক্যাডেটদের প্রথম ব্যাচ। বুধবার এই প্রশিক্ষণ পর্ব সম্পন্ন করে তারা।
প্রশিক্ষণ প্রোগ্রামের আনুষ্ঠানিক সমাপ্তি অনুষ্ঠানে মেজর জেনারেল আদেল আল-বালাবি বলেন, এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য প্রশিক্ষণ কর্মসূচি, পাঠ্যক্রম এবং একটি আদর্শ শিক্ষার পরিবেশ প্রদান করা।
আন্তর্জাতিক মানের এই প্রশিক্ষণে নারীদের সেনা সদস্যে রূপান্তরিত করার সব উপাদানই রয়েছে। এর ফলে কেন্দ্রের পরিকল্পনা বাস্তবায়নে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সূত্র: আরব নিউজ
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/