তিন দিনের সরকারি সফরে ভারত গেলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
আজ শনিবার সকালে বাংলাদেশ বিমানবাহিনীর উড়োজাহাজে তিনি ঢাকা ছাড়েন বলে আইএসপিআর জানিয়েছে।
সফরকালে সেনাবাহিনীর ৮ সদস্যের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন জেনারেল শফিউদ্দিন। তিনি সফরে ভারতের জাতীয় প্রতিরক্ষা উপদেষ্টা, চিফ অব ডিফেন্স স্টাফ, সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, বিমানবাহিনী প্রধান, প্রতিরক্ষা সচিব এবং অন্যান্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করবেন।
আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তিনি দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করবেন।
ভারতের বিভিন্ন সামরিক স্থাপনা এবং ন্যাশনাল ডিফেন্স কলেজও পরিদর্শন করবেন সেনাপ্রধান।
ভারতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনারের সঙ্গেও জেনারেল শফিউদ্দিন বৈঠক করবেন।
সফর শেষে ৮ সেপ্টেম্বর তিনি দেশে ফিরবেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/