ইসরায়েলের প্রেসিডেন্ট ইসাক হেরজগ জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহর সঙ্গে গোপন বৈঠক করেছেন বলে খবর বেরিয়েছে।
দুই দেশের ওই শীর্ষ নেতা সম্প্রতি জর্ডানের রাজধানী আম্মানে এ বৈঠকে মিলিত হয় বলে জানা গেছে।
ইসরায়েলি প্রেসিডেন্ট ইসাক হেরজগ শনিবার দেশটির একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এ বৈঠকের কথা স্বীকার করেন।
ইসাক হেরজগ বলেন, গত সপ্তাহে জর্ডানের বাদশাহর রাজপ্রসাদে এক দীর্ঘ আলোচনায় অংশ নিই আমি। আমাদের ওই বৈঠকটি ছিল খুবই ফলপ্রসূ।
জর্ডান আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রতিবেশী রাষ্ট্র। বাদশাহ আব্দুল্লাহ একজন মহান নেতা। আমি তাকে অনেক শ্রদ্ধা করি।
বৈঠকে রাজনৈতিক ও অর্থনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে দুই দেশের নেতার মধ্যে আলাপ-আলোচনা হয় বলে জানিয়েছেন ইসরায়েলি প্রেসিডেন্ট।
এর আগে গত জুলাইয়ে জর্ডানের বাদশাহ আব্দুল্লাহর সঙ্গে আম্মানে গোপন বৈঠক করেছেন ইসরাইলের নতুন প্রধানমন্ত্রী নেফতালি বেনেট।
পুরনো সম্পর্ক নতুন করে ঝালিয়ে নেওয়ার জন্য নবনির্বাচিত ইসরায়েলি প্রধানমন্ত্রী আম্মানে ওই বৈঠক করেন।
সম্প্রতি পবিত্র মসজিদ আল-আকসায় মুসল্লিদের ওপর বর্বর হামলা এবং গাজায় নিরপরাধ ফিলিস্তিনিদের ওপর নির্বিচার বোমা হামলার ঘটনায় ইসরায়েলের সঙ্গে সম্পর্কের অবনতি হয় জর্ডানের।
দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে দুই নেতা বৈঠকে আলোচনা করেন।খবর আলজাজিরা
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/