ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে দালালদের ধরতে অভিযান চালাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এর কয়েক মাস আগে একইভাবে হাসপাতালে অভিযানে চালিয়ে বেশ কয়েকজন দালালকে আটক পরে সাজা দিয়েছিলেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
আজ রবিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে র্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে দালালদের ধরতে অভিযান শুরু করে র্যাব।
এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক জানান, দালালদের ধরতে র্যাব তাদের নিয়ম অনুযায়ী অভিযান চালাচ্ছে।
এদিকে র্যাব সদর দপ্তর থেকে একটি সূত্র জানায়, সারাদেশেই একযোগে দালালদের ধরতে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/