কাশ্মীরের মুসলিমদের নিয়ে তালেবানের কথা বলার অধিকার আছে- তালেবান বাহিনীর এমন দাবির পর থেকেই নড়েচড়ে বসেছে জম্মু-কাশ্মীরের প্রশাসন। তালেবান তথা আফগানিস্তানের ব্যাপারে কোনও কিছু প্রচার করা যাবে না বলেই স্থানীয় সংবাদমাধ্যামগুলোকে সরকারের তরফে নির্দেশ দেয়া হয়েছে।
এর আগে আগস্ট মাসে আফগানিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট আশরাফ ঘানি যখন দেশ ছাড়েন, তখনও কাশ্মীরের সংবাদমাধ্যমগুলো ফলাও করে সে খবর প্রকাশ করেছিলো।
তবে পরদিনই তথ্য অধিদপ্তর থেকে গণমাধ্যমগুলোতে জানিয়ে দেয়া হয় যে, আফগানিস্তানের খবর প্রকাশ করা হলে সরকারি বিজ্ঞাপন মিলবে না। এরপর শনিবার থেকে কাশ্মীরের কোনো পত্রিকায় আফগানিস্তানের খবর প্রকাশ হতে দেখা যায়নি। সূত্র: আনন্দবাজার।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/