বিমানবন্দরে করোনার পিসিআর পরীক্ষা করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
সোমবার (৬ সেপ্টেম্বর) মন্ত্রিসভার সভার বৈঠক শেষে সচিবালয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ৮ ঘণ্টার মধ্যে পিসিআর পরীক্ষা করতে হবে, এটি বেশ কয়েকটি দেশ থেকেই এরকম দিয়েছে, সেজন্য গত কয়েকদিন ধরেই আলোচনা চলছিল এবং আজকে এটা প্রিসাইজ করে দেওয়া হয়েছে, কুইকলি দু-একদিনের মধ্যে বা তিনদিনের মধ্যে এয়ারপোর্টে একটি টেস্টিং ফেসিলিটিজ করা।
এটা কবে থেকে চালু হবে-এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আজকেই ইন্সট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে, যত কুইকলি পারে। কত ঘণ্টার মধ্যে রেজাল্ট পাওয়া যাবে-জানতে চাইলে তিনি বলেন, সিভিল এভিয়েশন বলছে, ৪ ঘণ্টার মধ্যে, কেউ বলছে ৬ ঘণ্টার মধ্যে।
বৈশাখী নিউজ/ ইডি
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/