যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন মাসের শিশুসহ চারজন নিহত হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছে আরও এক শিশু। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে স্থানীয় পুলিশ কর্মকর্তা জানায়, রবিবার ফ্লোরিডায় পুলিশের কাছে আত্মসমর্পণের আগে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে হামলাকারী। একপর্যায়ে হতাহতের এ ঘটনা ঘটে।
হামলাকারী ব্রেয়ান রিলে মার্কিন নৌবাহিনীর সাবেক কর্মকর্তা। ইরাক ও আফগানিস্তান যুদ্ধে হামলাকারী দেহরক্ষী ও নিরাপত্তারক্ষী হিসেবে দায়িত্ব পালন করেন।
তবে ব্রেয়ান যুদ্ধপরবর্তী মানসিক অবসাদে ভুগছিল এবং হামলার ঘটনার এক সপ্তাহ আগে থেকে তার মানসিক অসুস্থতা বাড়তে থাকে বলে দাবি করেছেন তার মেয়ে বন্ধু। খবর নিউইয়র্ক টাইমস
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/