ভারতের দক্ষিণাঞ্চলীয় কর্ণাটক রাজ্যে এক সড়ক দুর্ঘটনায় দুই শিশু ও দুই নারীসহ আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন।
তাদের বহনকারী গাড়িটির সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় একজন পুলিশ সোমবার এ খবর নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজ্যের চিন্তামনি এলাকায় রোববার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। হতাহত সকলেই শ্রমিক। তারা প্রতিবেশী অন্ধ্রপ্রদেশ রাজ্যে যাচ্ছিল। আহতদের স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের কারো কারো অবস্থা মারাত্মক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/