টাঙ্গাইলের মধুপুর বনের সরকারি রাবার বাগান থেকে চুরি হওয়া অপরিশোধিত ৩৫০ কেজি রাবারসহ একজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার পীরগাছা এলাকা থেকে এ রাবার জব্দ করা হয়।
বিষয়টি র্যাব-১২ এর ৩ নম্বর ভারপ্রাপ্ত কমান্ডার গোলাম ফারুক নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার আব্দুর রাজ্জাক (৪২) একই এলাকার আমির আলীর ছেলে।
গোলাম ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাবারসহ রাজ্জাককে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে সরকারি রাবার বাগান অবৈধভাবে কাঁচা রাবার দীর্ঘদিন ধরে চুরি করে বিক্রি করছিলেন বলে স্বীকার করেছেন। এ ব্যাপারে মধুপুর মামলা দায়ের করা হয়েছে। পরে আব্দুল রাজ্জাককে মধুপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৈশাখী নিউজ/ ইডি
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/