সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার লাহিড়ীমোহনপুর রেল স্টেশন এলাকার ৩২নং রেল সেতুর পাশে রবিবার দুপুরে রংপুর এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের রেল চলাচল বন্ধ রয়েছে।
উল্লাপাড়া রেল স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বেলা সাড়ে ১২টার দিকে রংপুর এক্সপ্রেস ট্রেনটি রংপুরের দিকে যাওয়ার পথে হঠাৎ ওই এলাকায় এসে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এতে উত্তর ও দক্ষিণবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ আছে।
তিনি আরও বলেন, দুপুর আড়াইটার দিকে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি লাহিড়ী মোহনপুর স্টেশনে এসেছে। সেই ট্রেনের ইঞ্জিন দিয়ে রংপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন সরানোর চেষ্টা চলছে। ১ ঘণ্টার মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/