দেশে এ পর্যন্ত টিকা এসেছে মোট ৪ কোটি ৯৫ লাখ ৮৫ হাজার ৮০ ডোজ। এর মধ্যে ৩ কোটি ৮৪ লাখ ৩০ হাজার ৬১৭ ডোজ টিকা দেওয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে টিকা মজুদ আছে ১ কোটি ১১ লাখ ৫৪ হাজার ৪৬৩ ডোজ। এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ২ কোটি ৩১ লাখ ৬৭ হাজার ৯২৪ জনকে এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ কোটি ৫২ লাখ ৬২ হাজার ৬৯৩ জন।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুই ডোজ মিলিয়ে দেওয়া হয়েছে ৫ লাখ ৭৭ হাজার ২৭৪ ডোজ টিকা।
এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।
স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্যমতে, মঙ্গলবার অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৯ হাজার ৯৫৮ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২ হাজার ৮৯ জনকে।
পাশাপাশি ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়েছে ১৬০ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২ জনকে।
এ ছাড়া সিনোফার্মের টিকার প্রথম ডোজ নিয়েছেন তিন লাখ ২৭ হাজার ২৭৮ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ লাখ ২৮ হাজার ৩৫০ জন।
মডার্নার টিকার প্রথম ডোজ নিয়েছেন ৩ হাজার ১৫৫ জন এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৬ হাজার ২৮২ জনকে।
এ পর্যন্ত সারাদেশে টিকার জন্য নিবন্ধন করেছেন ৪ কোটি ৩১ লাখ ৬৪ হাজার ৮৮৯ জন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/