নতুন করে ৮৯ লাখ ডোজ টিকার বরাদ্দ পেল বাংলাদেশ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম জানিয়েছেন, নতুন করে ৮৯ লাখ ডোজ করোনার টিকার বরাদ্দ পেয়েছে বাংলাদেশ। বরাদ্দ পাওয়া এই টিকা চলতি বছরের শেষ দিকে পাওয়া যাবে।

বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে সফর করছেন। সেখান থেকে ফেইসবুক পোস্টে বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে শাহরিয়ার আলম এ খবর জানান।

তিনি লেখেন, কোভ্যাক্স–সুবিধার আওতায় নতুন করে ৭১ লাখ ডোজ ফাইজার ও ১৮ লাখ ডোজ মডার্নার টিকার বরাদ্দ পেয়েছে বাংলাদেশ। এর মধ্যে প্রথম বরাদ্দটি যুক্তরাষ্ট্রের দান, অন্যটি নিয়মিত কোভ্যাক্স বরাদ্দ।

 

যুক্তরাষ্ট্র ও কোভ্যাক্সকে ধন্যবাদ জানিয়ে শাহরিয়ার আলম বলেন, নতুন করে বরাদ্দ পাওয়া এই টিকা চলতি বছরের শেষ তিন মাসে বাংলাদেশে আসবে।

একই সময়ের মধ্যে বাংলাদেশ আরও টিকা পাবে বলে আশা প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

এ দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৩০ আগস্ট সংসদে বলেন, এখন পর্যন্ত ২৪ কোটি ৫৪ লাখ ৫২ হাজার ৭০০ ডোজ টিকা সংগ্রহের ব্যবস্থা নেওয়া হয়েছে।

সরকার দেশের জনসংখ্যার ৮০ শতাংশকে করোনার টিকার আওতায় আনতে চায়। এ জন্য দুই ডোজ করে মোট ২৬ কোটি টিকা লাগবে।

রবিবার পর্যন্ত দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৪ কোটি ৯৫ লাখ ৮৫ হাজার ৮০ ডোজ। ইতিমধ্যে  প্রায় ৪ কোটি ডোজ টিকা প্রয়োগ হয়েছে।

বৈশাখী নিউজ/ জেপা