বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাকসুদুল ইসলাম ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মজিবুর রহমান সিকদার ও তার স্ত্রীর নামে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করেছে দুদক।
একই সাথে তাদের স্ত্রীর এবং তাদের উপর নির্ভরশীল ব্যক্তি, স্বনামে-বেনামে অর্জিত যাবতীয় স্থাবর ও অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণী চাওয়া হয়।
বুধবার (২২ সেপ্টেম্বর) পৃথক নোটিশে আগামী ২১ কার্যদিবসের মধ্যে সকল হিসাব দাখিলের নির্দেশ দিয়েছে দুদক।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাকসুদুল ইসলামের নোটিশ জারি করেন দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন। অন্যদিকে এলজিইডি-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মজিবুর রহমান সিকদার ও তার স্ত্রীর নামে নোটিশ জারি করেন দুদক পরিচালক এস এম মাসুদুল হক।
নোটিশে বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল করতে ব্যর্থ হলে অথবা মিথ্যা বিবরণী দাখিল করলে আইন মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/