নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, আমার ডিকশনারিতে না নেই। অসম্ভব বলে কোনো কথা নেই। আমিই আমার নিজের ডিকশনারি।
বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বই উপহার প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, আমার দ্বারা সম্ভব আর আমি করি নাই এমন ইতিহাস নেই। আমি কাজ করার জন্য একপায়ে ব্যাকুল হয়ে আছি। কিন্তু আমার তো লোক লাগবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী এতো উন্নয়ন করছেন সেগুলো আমরা না বললে দেশের মানুষ জানবে না। সারা বাংলাদেশে কী পরিমাণ কাজ হচ্ছে, কত ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে সে সম্পর্কে আমাদের জানা খুব কম। এমন কোনো জেলা নেই সেখানে কাজ হচ্ছে না।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/