জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় মানবজাতিকে নতুন করে জন্ম নিতে হবে বলে জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
বুধবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে জলবায়ু ও পরিবেশ রক্ষায় বিশ্ব নেতাদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
জনসন বলেন, ‘আমরা এখনো শিশুসুলভ আচরণের মধ্যেই আছি। আমরা ভাবছি যে মানবজাতিকে ভালো রাখাই পৃথিবীর একমাত্র কাজ, আর এ জন্য আমাদের পক্ষ থেকে করণীয় কিছু নেই।’
ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ভাবছি, পৃথিবী অপরিষ্কার করাই আমাদের কাজ আর তা পরিস্কার করা শুধু প্রকৃতির কাজ; বিষয়টা মোটেও এমন নয়। এভাবে চলতে গিয়ে আমরা ভুলে যাচ্ছি মৃত্যুর কথা, ধ্বংসের কথা।’
এ সময় কোভিড-১৯ অতিমারীকেও জলবায়ু ও পরিবেশ বিপর্যয়ের ফল হিসেবে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, পরিবেশ বিজ্ঞানীদের দেয়া সতর্কতাগুলো গুরুত্বের সাথে না নিলে এমন বিপর্যয় আসতেই থাকবে।
বৈশ্বিক তাপমাত্রা কমানোর উদ্যোগ নিতে এরই মধ্যে অনেক দেরি হয়ে গেছে। খবর সিএনএন
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/