হাইতিতে দায়িত্বপ্রাপ্ত মার্কিন বিশেষ দূত ড্যানিয়েল ফুটে পদত্যাগ করেছেন। যুক্তরাষ্ট্রের সীমান্তে জড়ো হওয়া হাইতিয়ানদের ফেরত পাঠানো অমানবিক- এমন অভিযোগ তুলে তিনি পদ ছেড়েছেন। খবর বিবিসি
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের টেক্সাসে বর্ডার ব্রিজের নিচে জড়ো হওয়া অভিবাসনপ্রত্যাশী ১৩ হাজার হাইতির নাগরিককে প্লেনে করে ফেরত পাঠাচ্ছে মার্কিন প্রশাসন। স্থানীয় কর্মকর্তারা তাদের খাবার এবং পর্যাপ্ত স্যানিটেশন সরবরাহ করতে হিমশিম খাচ্ছেন।
পদত্যাগপত্রে ফুটে লিখেছেন, হাইতি একটি ভেঙে পড়া রাষ্ট্র। খাদ্য, আশ্রয় এবং অর্থের অভাবসহ হাজার হাজার অভিবাসীদের জোরপূর্বক ফেরত পাঠালে মানবিক বিপর্যয় হবে।
হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি বলেছেন, 'বিশেষ দূত ফুটের আমলে অভিবাসন নিয়ে উদ্বেগ প্রকাশের যথেষ্ট সুযোগ ছিল। তিনি একবারও তা করেননি।' গত রবিবার থেকে হাইতিয়ানদের ফেরত পাঠানো শুরু হয়েছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/