বিহারের একটি আদালত যৌন নিপীড়নে অভিযুক্ত এক যুবককে ছয় মাস বিনামূল্যে তার গ্রামের সব নারীদের কাপড় ধোয়া ও ইস্ত্রি করার শর্তে জামিন দিয়েছে।
রাজধানী পাটনা থেকে ১৮০ কিলোমিটার দূরে মুধবানী জেলার অতিরিক্ত জেলা বিচালক অভিনাশ কুমার জামিনের আদেশে বলেছেন, অভিযুক্ত লালন কুমার সফিকে (২০) গ্রামের পঞ্চায়েতপ্রধান, সরপঞ্জ বা সরকারি কোনো কর্মকর্তার কাছ থেকে বিনামূল্যে ছয় মাস নারীদের কাপড় ধোয়া ও ইস্ত্রি করার কাজ করার সনদপত্র আদালতে দাখিল করতে।
মঙ্গলবার দেওয়া আদেশে বিচারক বলেন, গ্রামের সব নারীদের কাপড় সংগ্রহ, ধোয়া ও ইস্ত্রি করার কাজ বিনামূল্যে ছয় মাস করার শর্তে লালনের জামিন মঞ্জুর করা হলো। এটি নারীদের প্রতি শ্রদ্ধাশীল হতে তাকে সহযোগিতা করবে।
বিচারক আরও বলেছেন, ধোয়া ও ইস্ত্রি শেষে কাপড় ফেরত দিতে তাকে বাড়ি বাড়ি যেতে হবে।
খবরে বলা হয়েছে, আদালতের এই আদেশের কপি পঞ্চায়েতে পাঠানো হয়েছে। যাতে করে নির্বাচিত ওই ব্যক্তি লালনের ওপর নজর রাখেন সে যেনও কোনও পেশাদার ধোপার সহযোগিতা নিতে না পারে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/