আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী বছর (২০২২ সাল) জুনের মধ্যে পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শনিবার ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের ‘স্ট্যাটিক লোড টেস্ট’-এর জন্য পাইলট পাইল বোরিং কাজের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আগামী বছর কর্নফুলী টানেলও উদ্বোধন করা সম্ভব হবে। ওই সময়েরে মধ্যে মেট্রোরেলের কাজও শেষ হবার কথা রয়েছে। বাস র্যাপিড ট্রানজিটের কাজও আগমী বছর উদ্বোধনের আশা করছি আমরা।
এ ছাড়া, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের একটি অংশ আগামী বছর সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/