ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি নাগা চৈতন্য ও সামান্থা আক্কিনেনি। অনেকদিন থেকেই তাদের ডিভোর্সের গুঞ্জন উড়ছে।
এদিকে এই জুটিকে ডিভোর্স না নেওয়ার অনুরোধ জানিয়েছেন এক ভক্ত। নাগা চৈতন্য অভিনীত ‘লাভ স্টোরি’ সিনেমাটি সম্প্রতি মুক্তি পেয়েছে। এই সিনেমা দেখে প্রতিক্রিয়া জানাতে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে ওই ভক্ত এই অনুরোধ করেন। তার ভাষায়, নাগা ও সামান্থা দর্শকের অন্যতম পছন্দের জুটি। তাদের একসঙ্গে দেখতেই পছন্দ করেন তারা। কখনোই তাদের আলাদা দেখতে চান না। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ভাইরালও হয়েছে।
২০১০ সালে তেলেগু ভাষার ‘ইয়ে মায়া চেসাভ’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেন নাগা চৈতন্য ও সামান্থা। সিনেমার সেটেই তাদের প্রথম পরিচয়। তারপরই প্রেমের সম্পর্কে জড়ান তারা। এরপর লুকিয়ে দীর্ঘদিন প্রেম করেন এই জুটি। ২০১৭ সালের ৬ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।
জানা গেছে, বিয়ের পরও অভিনয় চালিয়ে যেতে চাইছেন সামান্থা। কিন্তু পর্দায় তার খোলামেলাভাবে উপস্থিতি পছন্দ করছিলেন না নাগা চৈতন্য ও তার বাবা নাগার্জুনা আক্কিনেনি। আর এজন্যই তাদের দূরত্ব তৈরি হয়েছে। এখন তা ডিভোর্স পর্যন্ত গড়িয়েছে।
বৈশাখী নিউজ/ ইডি
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/