প্রায় তিন বছর কানাডায় আটক থাকার পর মুক্তি পেয়ে চীনে ফিরেছেন হুয়াওয়ে কর্মকর্তা মেং ওয়ানঝৌ।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগে কানাডায় তাকে গৃহবন্দি রাখা হয়েছিল।
বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের সম্মতির পর গতকাল মুক্তি পেয়েছেন তিনি। মুক্তি পাওয়ার কয়েক ঘণ্টা আগেই বন্দি দুই কানাডিয়ানকে মুক্তি দিয়েছে চীন।
জানা গেছে, কানাডায় গৃহবন্দি থাকার পর মুক্তি পেয়ে গতকালই চীনের শেনঝেন বিমানবন্দরে পৌঁছান মেং ওয়ানঝৌ। সেখানে তাকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। তাকে স্বাগত জানায় হাজারো মানুষ।
এক বিবৃতিতে মেং বলেন, একটি শক্তিশালী মাতৃভূমি না থাকলে আমি কখনোই হয়তো মুক্তির স্বাদ পেতাম না।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/