চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে প্রবল বর্ষণে সৃষ্ট ভূমিধসে কাঁদাচাপা পড়াদের মধ্যে ৪ জনকে উদ্ধার করা হয়েছে। এখনো কয়েকজন নিখোজ রয়েছে।
প্রবল বৃষ্টির কারণে তিয়ানকোয়ান কাউন্টিতে এ ভূমিধসের সৃষ্টি হয়। তিয়ানকোয়ানের জরুরি ব্যবস্থাপনা সদরদপ্তর থেকে বলা হয়েছে, উদ্ধারকৃতদের মধ্যে দুজন সামান্য আহত হয়েছে । একজন মৃত। অপর একজনের অবস্থা স্থিতিশীল।
একটি নিমার্ণাধীন এলাকায় অস্থায়ীভাবে তৈরি করা একটি ঘর ভূমিধসে বিধ্বস্ত হয়। এ সময়ে ঘরে ১০ জনেরও বেশি লোক ছিল। তাদের উদ্ধারে আশপাশের নগরী থেকে একশওর বেশি লোক এলাকায় ছুটে আসে। সূত্র: বাসস
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/