নিরাপত্তা জোরদার করতে রাশিয়ার বেসরকারি মিলিটারি কন্ট্রাক্টর কোম্পানিগুলোর কাছে সহায়তা চেয়েছে মালি। শনিবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, বেসরকারি রাশিয়ার সামরিক ঠিকাদারদের মালিতে থাকার বৈধ অধিকার আছে কারণ তাদেরকে দেশের ট্রানজিশনাল সরকার আমন্ত্রণ জানিয়েছে।
তিনি আরো বলেন, এটি এমন কার্যক্রম যা বৈধ ভাবে পরিচালিত হয়েছে। এর সঙ্গে আমাদের (রাশিয়ান সরকারের) কোন সম্পর্ক নেই। ফ্রান্স সাহেল অঞ্চলে তার সামরিক উপস্থিতি হ্রাস করার প্রস্তুতি নিয়েছে। মালিয়ান সরকার অনুমান করেছে বাহ্যিক সহায়তা ছাড়া তাদের নিজস্ব ক্ষমতা অপর্যাপ্ত।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি প্রধান জোসেপ বোরেল হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মালির সঙ্গে ব্লকের সম্পর্ক মারাত্মকভাবে প্রভাবিত হতে পারে যদি তারা বিতর্কিত ওয়াগনার গ্রুপের রাশিয়ান বেসরকারি সামরিক ঠিকাদারদের দেশে কাজ করার অনুমতি দেয়। সূত্র : আলজাজিরা।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/