১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঘোষিত ২৭ ও ২৮ সেপ্টেম্বর পণ্য পরিবহনে কর্মবিরতি কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান ট্রাকলরি প্রাইম মুভার মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ।
রবিবার (২৬ সেপ্টেম্বর) রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির বাসায় বৈঠক শেষে এ কথা সাংবাদিকদের জানিয়েছেন পরিষদের সদস্য সচিব তাজুল ইসলাম।
রবিবার রাত ১১টার দিকে বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, যেসব সমস্যা তাৎক্ষণিক সমাধান করা যায়, সেগুলো সমাধানে ব্যবস্থা নিয়েছি, যেগুলো সময় লাগবে সেগুলো ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে।
বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান ট্রাকলরি প্রাইম মুভার মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের সদস্য সচিব তাজুল ইসলাম বলেন, আমরা আমাদের কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছি। শ্রমিকদের গাড়ি চালাতে নির্দেশ দিয়েছি।
দশ দফা দাবির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের দীর্ঘ আলোচনা হয়েছে। সার্ভিস চার্জ উনারাই নির্ধারণ করেছেন। যেটা নির্ধারিত জায়গায় আদায় করা হবে। জেলা পুলিশের সঙ্গে সমন্বয় করে ফাঁকা জায়গায় গাড়িগুলো রাখবে, যাতে যানজট সৃষ্টি না হয়।
৩০২ ধারা বাতিলের দাবি প্রসঙ্গে মন্ত্রী বলেন, কেউ ইচ্ছে করে কারও উপরে গাড়ি চালিয়ে দেয় তা হলে অবশ্যই ৩০২ ধারায় যাবে। তাদের দাবি ছিল, পুলিশ যেন সঠিকভাবে ইনকুয়ারি করে কনভার্ট করে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/