মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে ছয়জনের মৃত্যু হয়েছে।
এরমধ্যে রাজশাহী জেলারই পাঁচজন। বাকি একজন বগুড়ার।
মৃতদের মধ্যে একজনের করোনা পজেটিভ ছিল। বাকি পাঁচজন উপসর্গ নিয়ে মারা গেছেন।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৫ জন। এ নিয়ে ২৪০ বেডের বিপরীতে মোট ভর্তি আছেন ১১১ জন।
এর আগের দিন দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ২২৯টি নমুনা পরীক্ষায় ১৩ জনের করোনা পজিটিভ আসে। এ হিসেবে জেলাটিতে শনাক্ত হার ৫ দশমিক ৬৮ শতাংশ।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/