শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা-বাগান থেকে একটি পিট ভাইপার সাপ উদ্ধার করেছে বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশন।
শ্রীমঙ্গলে অবস্থিত বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, সোমবার দুপুরে ভাড়াউড়া চা বাগানের সহকারী ব্যবস্থাপকের বাংলোর ফুল বাগানের ফুল গাছে একটি পিট ভাইপার সাপ দেখে বাগানের মালী বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে সেলফোনে খবর দেয়।
খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশনের পরিচালক সজল দেব ঘটনাস্হল থেকে অক্ষত অবস্থায় সাপটিকে উদ্ধার করে বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশনে নিয়ে আসেন। বর্তমান সাপটি বন্যপ্রাণী সেবা ফাউণ্ডেশনে রাখা হয়েছে।
সজল দেব জানান, আগামীকাল শ্রীমঙ্গল বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগের কর্মকর্তাদের সাথে কথা বলে এবং তাদের উপস্থিতিতে লাউয়াছড়া বনে ছেড়ে দেয়া হবে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/