দানের গোয়েন্দা বিভাগ জানিয়েছে, জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে চালানো এক অভিযানে দেশটির পাঁচ নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন। এক বিবৃতিতে নিরাপত্তা কর্মকর্তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে, নিরাপত্তা বাহিনীর সদস্যদের অভিযানে বিভিন্ন দেশের ১১ জন বিদেশি সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে চারজন সন্ত্রাসী পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
তবে পালিয়ে যাওয়া অপরাধীদেরও আটকের চেষ্টা করা হচ্ছে বলে জানানো হয়েছে। এএফপির এক প্রতিবেদনে জানানো হয়েছে, খারতুমের জাবরা এলাকার কাছে একটি বহুতল ভবন ঘিরে রেখেছিল পুলিশ। সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কায় লোকজনকে সরে যেতে বলা হয়।
প্রত্যক্ষদর্শীরা এএফপিকে জানিয়েছেন, তারা দুই পক্ষের মধ্যে গোলাগুলির শব্দ শুনতে পেয়েছেন। আহতদের গাড়িতে করে সরিয়ে নেওয়া হচ্ছিল। এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
২০১৯ সালেই সুদানে আইএসের সক্রিয়তার বিষয়ে সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র। এদিকে কর্তৃপক্ষ বলছে, সুদানে আইএসের সঙ্গে সম্পৃক্ত সন্ত্রাসীদের বিষয়ে সতর্ক রয়েছেন কর্মকর্তারা।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/