অবশেষে অগভীর সমুদ্রের ব্লক-৪-এ অনুসন্ধান কূপ খনন করতে যাচ্ছে ভারতের রাষ্ট্রীয় তেল-গ্যাস কোম্পানি ওএনজিসি। কক্সবাজারের কালারমারছড়া এলাকায় ২৯ সেপ্টেম্বর (বুধবার) কূপটির খননকাজ শুরু হবে।
কূপটি চার হাজার মিটার পর্যন্ত খনন করার কথা রয়েছে। ব্লকটি অগভীর সমুদ্রের হলেও কূপের স্থানটি পড়েছে সাগরপাড় ঘেঁষে সৈকতে।
পেট্রোবাংলা সূত্রে এ তথ্য জানা গেছে।
উৎপাদন অংশীদারিত্ব চুক্তির (প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট-পিএসসি) আওতায় ২০১৪ সালে অগভীর সমুদ্রের ব্লক ৮ ও ৯ নিয়ে ওএনজিসির সঙ্গে পেট্রোবাংলার চুক্তি হয়।
উল্লেখ্য, যদিও এটি আরও আগে করার কথা ছিল। কিন্তু কভিড পরিস্থিতির কারণে কাজ বারবার পিছিয়ে গেছে। এসব অনুসন্ধান কূপ খননের পর নিশ্চিত হওয়া যাবে গ্যাস-তেল মিলবে কিনা। একটি কূপ খননে প্রায় তিন মাস সময় লাগে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/