জেমস বন্ড সিরিজের ২৫তম ছবি ‘নো টাইম টু ডাই’ মুক্তি পেতে যাচ্ছে বৃহস্পতিবার। তার আগে লন্ডনের স্থানীয় সময় মঙ্গলবার রয়্যাল আলবার্ট হলে ছবিটির প্রিমিয়ার হয়েছে। প্রিমিয়ারে অংশ নিয়েছেন প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন। প্রিন্স চার্লস তার স্ত্রী ক্যামিলাও এসেছিলেন প্রিমিয়ারে।
প্রিমিয়ারে কেট এসেছেন সোনালি রঙের জেনি প্যাকহাম সিকুইনড গাউন পরে। উইলিয়াম পরেছেন কালো স্যুট, গলায় বো টাই।
প্রিমিয়ারে আরও ছিলেন ‘নো টাইম টু ডাই’ ছবির পরিচালক ক্যারি জোজি ফুকুনাগা, প্রযোজক জুটি মাইকেল জি উইলসন, বারবারা ব্রকোলি এবং ড্যানিয়েল ক্রেগ।
‘নো টাইম টু ডাই’ ছবিতে শেষবারের মতো জেমস বন্ড চরিত্রে দেখা যাবে ড্যানিয়েল ক্রেগকে। তাই এই ছবি নিয়ে প্রত্যাশাও বেশি।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/