জনগণের ভাগ্যোন্নয়নে যারা কাজ করেছেন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাদের ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন।
তিনি বলেন, ‘যাকে কাছে পাবেন, যিনি আপনাদের পাশে থেকে এলাকার উন্নয়ন করবেন,আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাকেই ভোট দেবেন।’
বৃহস্পতিবার (৩০ সেপ্টম্বর) দুপুরে ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষাণচর ইউনিয়নের মধুমণ্ডলের ডাঙ্গি গ্রামের ছুফ্ফা মাদ্রাসা ও এতিমখানার নতুন ভবনের ভিত্তি প্রস্তুর উদ্বোধন কালে নিক্সন চৌধুরী এই আহ্বান জানান।
নিক্সন চৌধুরী বলেন, ‘করোনার মধ্যেও বর্তমান সরকার জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রেখে সাড়া বিশ্বকে তাক লাগিয়েছে।’ স্থানীয় জনগণের উদ্দেশে তিনি বলেন, ‘আগামীতে যে সব বড় বড় নেতা ভোট চাইতে আসবেন, কিন্তু জনগণের উন্নয়নে কাজ করেন না, মহামারি করোনা ও ভয়াবহ বন্যায়ও জনগণের পাশে আসেন না, সাহায্য-সহযোগিতা করে না, আপনারা তাদের প্রত্যাখ্যান করবেন।’
ফরিদপুর-৪ আসনের এই এমপি বলেন, ‘২০১৪ সালে আমাকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করে সম্মানিত করেছেন। আমি এলাকায় জনগণের উন্নয়নের জন্য কঠোর পরিশ্রম করে করে যাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘প্রায় শত কোটি টাকা ব্যয়ে পদ্মার তলদেশ দিয়ে ক্যাবলের মাধ্যমে নারিকেল বাড়িয়ার চরে শতভাগ বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। রাস্তা-ঘাট, ব্রিজ ও কালবার্ড দিয়ে উন্নয়ন করা হয়েছে।’
ভাষানচর ইউনিয়নের চেয়ারম্যান মো. ছমির বেপারির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতি মো. আমিন উদ্দিন প্রমুখ।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/