গ্রাহকদের বিনোদনের স্বার্থে বিদেশি চ্যানেল সম্প্রচারে বিধিনিষেধ প্রত্যাহারের দাবি জনিয়েছে ‘ক্যাবল অপারেটর সমন্বয় কমিটি’।
শনিবার এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
আগামী সোমবারের মধ্যে ক্যাবল টিভি শিল্পে বিদ্যমান জটিলতা নিরসন করা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিয়েছে ক্যাবল অপারেটররা।
ক্লিন ফিড ইসু্তে ক্যাবল অপারেটরদের প্রশাসনিক হয়রানি বন্ধের দাবিও জানিয়েছে তারা।
সরকারি নির্দেশনা মেনে শুক্রবার থেকে অনুষ্ঠানের ফাঁকে বিজ্ঞাপন প্রচার করে- এমন বিদেশি টেলিভিশন চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ করে রাখে বাংলাদেশের ক্যাবল অপারেটররা।
সরকারি নির্দেশনায় বলা হয়েছিলো, ১ অক্টোবর থেকে ক্লিন ফিড ছাড়া বিদেশি চ্যানেল বাংলাদেশে সম্প্রচার করা যাবে না। ক্লিন ফিড মানে কোনো বিজ্ঞাপন থাকতে পারবে না৷
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/