কংগ্রেসে ১ ট্রিলিয়ন ডলার অবকাঠামো পরিকল্পনা বিল পাস করাতে ব্যর্থ হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। কংগ্রেসে ভোটাভুটি স্থগিত হয়ে যাওয়ায় তিনি বড় ধরনের ধাক্কা খেলেন। কারণ, করোনা পরিস্থিতিতে এই বিল অনেক জরুরি বলে মনে করা হচ্ছে। ভোট বিলম্বিত করার পেছনে তার নিজের দলের সদস্যদেরও ভূমিকা রয়েছে।
ডেমোক্রেটিক পার্টির একটি অংশ সরাসরি এই বিলের বিরোধিতা করে। এ পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে তারা অস্বীকার করেন যতক্ষণ পর্যন্ত না কংগ্রেস কল্যাণ এবং জলবায়ু পরিবর্তনবিষয়ক সাড়ে ৩ ট্রিলিয়ন ডলারের পৃথক একটি পরিকল্পনা অনুমোদন করে।
অবকাঠামো পরিকল্পনা বিলটি পরিবহন, ইন্টারনেট ও প্রযুক্তি যোগাযোগ, ওয়াটার সিস্টেমসহ বহু প্রকল্পের ক্ষেত্রে ব্যবহৃত হতো। এটি প্রথম দিকে আইনপ্রণেতাদের কাছ থেকে ব্যাপক সমর্থন লাভ করে কিন্তু একটি পক্ষ এটি আটকে দিয়ে কল্যাণ এবং জলবায়ু পরিবর্তন বিল পাসের শর্ত জুড়ে দেওয়ায় এটি হুমকির মুখে পড়ে।-রয়টার্স
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/