তাইওয়ানের আকাশসীমায় দুই দিনে রেকর্ড ৭৭ চীনা যুদ্ধবিমান অনুপ্রবেশ করেছে বলে অভিযোগ করেছে দেশটি।
শনিবার স্থানীয় সময় রাতে এ তথ্য নিশ্চিত করেছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
স্বশাসিত দ্বীপটি জানায়, শনিবার মোট ৩৯টি চীনা সামরিক বিমান তাদের আকাশ সীমায় প্রবেশ করেছে।
এদিকে শুক্রবার নিজেদের আকাশসীমায় চীনের ৩৮টি সামরিক বিমান অনুপ্রবেশ করেছে বলে অভিযোগ করেছে তাইওয়ান। তাইওয়ানে এটাই চীনের সবচেয়ে বড় অনুপ্রবেশ। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, ১৮টি জে-১৬, ৪টি সু-৩০ ফাইটার জেট, পারমানবিক বোমা বহনে সক্ষম দুইটি এইচ-৬ বোম্বার এবং একটি এন্টি সাবমেরিন এয়ার ক্রাফট শুক্রবার দেশটির আকাশসীমায় প্রবেশ করে।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, পারমাণবিক বোমা বহনে সক্ষম চীনের এমন বিমান দুবার তাদের আকাশসীমায় প্রবেশ করে। এ বিষয়ে শনিবার তাইওয়ানের প্রধানমন্ত্রী সু সেং-চ্যাং বলেছেন, চীনের অযৌক্তিক সামরিক আগ্রাসন ক্রমাগত এই আঞ্চলিক শান্তি নষ্ট করছে।
এক বছরেরও বেশি সময় ধরে নিজেদের আকাশসীমায় বারবার চীনের যুদ্ধবিমান অনুপ্রবেশের অভিযোগ তুলে আসছে তাইওয়ান। খবর বিবিসি
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/