করোনাভাইরাসের টিকা নিবন্ধনের সরকারি প্লাটফর্ম 'সুরক্ষা' অ্যাপে নিবন্ধন সংখ্যা পাঁচ কোটি ছাড়িয়েছে। বর্তমানে এই সংখ্যা ৫ কোটি ১৫ হাজার ৩৯৮ বলে জানিয়েছে 'সুরক্ষা' টিম।
৭ ফেব্রুয়ারি থেকে করোনা প্রতিরোধে টিকা দেওয়া শুরু করে বাংলাদেশ সরকার। সে সময় নিবন্ধনের জন্য অনলাইনে নির্দিষ্ট প্ল্যাটফর্ম না থাকায় কেন্দ্রে গিয়ে স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকা গ্রহণের ব্যবস্থা চালু করা হয়।
পরে ১১ই ফেব্রুয়ারি স্বাস্থ্যমন্ত্রী স্পট রেজিস্ট্রেশন বন্ধ করে সুরক্ষা প্ল্যাটফর্মে নিবন্ধনের পরই টিকা পাওয়া যাবে বলে ঘোষণা দেন।
প্রথম দিকে টিকা নিয়ে জনসাধারণের মাঝে দ্বিধা থাকলেও পরে বিভিন্ন ইতিবাচক গবেষণা প্রকাশের পর টিকা নিতে আগ্রহ তৈরি হয় মানুষের। বাড়তে থাকে 'সুরক্ষা' অ্যাপের নিবন্ধন।
সম্মুখসারির যোদ্ধা ও বয়স্কদের প্রাধান্য দিয়ে টিকা কর্মসূচি শুরু করা হলেও পরে এর আওতা বাড়ানো হয়।
এরই ধারবাহিকতায় এখন নিবন্ধনকারীর সংখ্যা ছাড়িয়েছে পাঁচ কোটি।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/