প্রায় এক মাস পর বসতে যাচ্ছে সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম মন্ত্রিসভার বৈঠক।
সোমবার (৪ অক্টোবর) সকাল ১০টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হবে।
সাধারণত প্রতি সোমবার মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়। করোনা মহামারির কারণে ভার্চ্যুয়াল মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয় থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে যুক্ত হন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সবশেষ গত ৬ সেপ্টেম্বর সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়। ওই দিন গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয় থেকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বৈঠকে যুক্ত ছিলেন।
এরপর নিউইর্য়কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগদান উপলক্ষে যুক্তরাষ্ট্র সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফর শেষে গত ১ অক্টোবর দেশে ফিরেছেন তিনি। আর এ জন্য প্রায় এক মাস হয়নি মন্ত্রিসভার বৈঠক।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/