আফগানিস্তানের তালেবান সরকার জানিয়েছে, রাজধানী কাবুলের উত্তরে তারা উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসের একটি আস্তানা ধ্বংস করেছে। একটি মসজিদের বাইরে প্রাণঘাতী বোমা হামলার পর তালেবান বাহিনী ওই অভিযান চালায়।
তালেবানের একজন মুখপাত্র আজ (সোমবার) জানিয়েছেন, ঈদগাহ মসজিদের বাইরে হামলার পর তাদের বাহিনী গতকাল দায়েশের ওই আস্তানা ধ্বংস করে। রোববারের বোমা হামলায় বেশ কয়েকজন বেসামরিক নাগরিক হতাহত হয়।
তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন, কাবুলের উত্তরাঞ্চলে তালেবানের বিশেষ একটি ইউনিট আইএস সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালায়। তিনি এক টুইটার বার্তায় জানান, আইএস সন্ত্রাসীদের আস্তানা পুরোপুরি ধ্বংস করে দেয়া হয়েছে। সফল এই অভিযানে আস্তানার ভেতরে থাকা আইএসের সমস্ত সন্ত্রাসী নিহত হয়েছে। তবে মসজিদে বোমা হামলার সঙ্গে এই অভিযানের সম্পর্ক রয়েছে কিনা তিনি তা উল্লেখ করেন নি।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ওই এলাকায় প্রচণ্ড সংঘর্ষ হয়েছে এবং সেখানকার বাসিন্দারা জানিয়েছেন যে, রাতের বেলায় তারা বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শুনেছেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/