ন্যাটো জোটের রাশিয়া মিশন থেকে আট জন গোয়েন্দা কর্মকর্তাকে বহিষ্কার করা হয়েছে। এ নিয়ে এক ন্যাটো কর্মকর্তা জানিয়েছেন, পূর্ব-পশ্চিম সম্পর্কের সর্বশেষ অবনতি হয়েছে যা ইতিমধ্যে শীতল যুদ্ধের পরের পর্যায়ে রয়েছে।
এই বহিষ্কারের খবর ব্রিটেনের স্কাই নিউজ এর আগেই জানিয়েছিল, যেখানে বলা হয়েছিলো যে, ব্রাসেলসে জোটের প্রধান কার্যালয়ে মস্কোর মিশন "হত্যা এবং গুপ্তচরবৃত্তিসহ সন্দেহজনক রাশিয়ান ক্রিয়াকলাপের প্রতিক্রিয়ায়" অর্ধেক হয়ে যাবে। ন্যাটো বলেছে যে তারা রাশিয়ান মিশনের আট সদস্যের স্বীকৃতি প্রত্যাহার করেছে এবং মস্কো ন্যাটোর কাছে স্বীকৃতি দিতে পারে সেই সংখ্যা কমিয়ে ১০ করেছে।
স্কাই নিউজ বলছে, গেলো এপ্রিল মাসে চেক প্রজাতন্ত্রে মারাত্মক বিস্ফোরণ সম্পর্কে তথ্য প্রকাশের পর ন্যাটোর এই সিদ্ধান্ত এসেছে। প্রাগের দেওয়া তথ্য মতে, এর সাথে দুই রাশিয়ান গুপ্তচর জড়িত, যারা যুক্তরাজ্যে সের্গেই স্ক্রিপাল এবং তার বিষক্রিয়ায় সাথে জড়িত বলেও জানা গিয়েছে।
তবে রাশিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ বিষয়ে কোন তথ্য জানা যায়নি। এদিকে রয়টার্স তাত্ক্ষণিকভাবে রাশিয়ান প্রতিনিধি কমিয়ে আনার জন্য স্কাই নিউজের উল্লেখিত কারণগুলি নিশ্চিত করতে পারেনি।
ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সি পার্লামেন্টের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কমিটির রাশিয়ার নিম্নকক্ষের প্রধান লিওনিড স্লুটস্কির উদ্ধৃতি দিয়ে বলেছে যে মস্কো প্রতিশোধ নেবে, কিন্তু অপরিহার্যভাবে নয়। তিনি আরো বলেন, “রাশিয়ার প্রতি ন্যাটোর নীতি সামঞ্জস্যপূর্ণ। আমরা রাশিয়ার আগ্রাসী পদক্ষেপের প্রতিক্রিয়ায় আমাদের প্রতিরোধ ও প্রতিরক্ষা জোরদার করেছি, একই সাথে আমরা একটি অর্থপূর্ণ সংলাপের জন্য উন্মুক্ত রয়েছি।”
ন্যাটো বলছে, মস্কোর ২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া দখল এবং পূর্ব ইউক্রেনে বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন পাওয়ার পরিপ্রেক্ষিতে রাশিয়ার ঘনিষ্ঠ সদস্য দেশগুলোর নিরাপত্তা জোরদার করতে বদ্ধপরিকর।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/