এবার একই সিনেমায় দেখা যাবে বলিউডের দুই জনপ্রিয় তারকা হৃত্বিক রোশন ও রণবীর কাপুরকে। এমন গুঞ্জনই চলছে বলিউড পাড়ায়।
সম্প্রতি চলচ্চিত্র নির্মাতা জ্যাক ভাগ্নানির কার্যালয়ে দেখা গেছে দুই তারকাকে। আর এ নিয়েই শুরু হয়েছে জল্পনা। গুঞ্জন ওঠে, ভাগ্নানি সম্ভবত এই তারকাদের নিয়ে নতুন সিনেমা নির্মাণের পরিকল্পনা করছেন।
পিংকভিলার একটি প্রতিবেদন অনুসারে, হৃত্বিক এবং রণবীর নমিত মালহোত্রার কার্যালয়ে পরিদর্শন করেন রামায়ণকে ঘিরে এক রুদ্ধদ্বার বৈঠকের জন্য।
আরও জানা গেছে, দু’জনের পাশাপাশি বৈঠকে নিতেশ তিওয়ারি, নমিত এবং মধু মন্তেনাও ছিলেন।
প্রতিবেদনে আরও বলা হয়, এটি এই প্রকল্পের প্রথম বৈঠকগুলোর একটি। সিনেমাতে হৃত্বিক রোশন এবং রণবীর কাপুরকে যথাক্রমে রাবন এবং রামের ভূমিকায় দেখা যাবে বলে শোন যাচ্ছে।
তবে নির্মাতা ও দুই তারকা কারও পক্ষ থেকেই এখনও চূড়ান্ত কোন বক্তব্য আসেনি। এমনকি সীতার চরিত্রে কে অভিনয় করবেন তাও জানা যায় নি।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/