আফগানিস্তানের রাজধানী কাবুলের উত্তরাঞ্চল থেকে ৪ আইএস সদস্যকে আটক করেছে তালেবান।
বুধবার খবরটি নিশ্চিত করেন তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।
কাবুলের কাছে পাগমান জেলায় অভিযান চালিয়ে আইএসের একটি ঘাঁটি থেকে তাদের আটক করা হয়। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র ও নথিপত্র জব্দ করে তালেবান সদস্যরা।
এর আগে বুধবার জালালাবাদে তালেবানের এক সদস্যকে আটক করে শিরশ্ছেদের দাবি করে তালেবান। এ ঘটনার সাথে আইএসের ওই ৪ জঙ্গির সংশ্লিষ্টতা রয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
গেল রবিবার জালালাবাদের একটি মসজিদে আইএসের হামলায় অন্তত ৭ জন নিহত হয়। হামলার পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আইএসের একটি ঘাঁটি ধ্বংস করে তালেবান।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/