ইসলামি বিপ্লবের পর ইরানের প্রথম প্রেসিডেন্ট আবুল হাসান বানিসদর মারা গেছেন। শনিবার চিকিৎসাধীন অবস্থায় তিনি প্যারিসের একটি হাসপাতালে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮৮ বছর। ইরানের সরকারি সংবাদসংস্থা আইআরএনএ এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
সাবেক এই ইরানি প্রেসিডেন্টের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে আইআরএনএ বলেছে, দীর্ঘ অসুস্থতার পর আবুলহাসান বানিসদর শনিবার দক্ষিণ-পূর্ব প্যারিসের স্যালপেট্রায়ার হাসপাতালে মারা গেছেন।
১৯৭৯ সালের বিপ্লবের পর ইরানের প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন বানিসদর। পরে দেশ ছেড়ে পালিয়ে যান তিনি, হয়ে ওঠেন স্বৈরতান্ত্রিক সরকারের কঠোর সমালোচক।
তার পরিবারের এক বিবৃতিতে বলা হয়েছে, প্যারিসের একটি হাসপাতালে ৯ অক্টোবর মারা গেছেন বানিসদর। তিনি দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। তবে এই বিবৃতিতে বিস্তারিত আর কোনো তথ্য দেয়া হয়নি।সূত্র: এপি।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/