আফগানিস্তানের পূর্বাঞ্চলে তালেবান পুলিশের একজন কর্মকর্তার গাড়িতে বোমা হামলার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবারের এ ঘটনায় পুলিশের ওই কর্মকর্তা নিহত হয়েছেন। এছাড়া আরো ১১ জন আহত হয়েছে।
টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, কুনার প্রদেশের রাজধানী আসাদাবাদে এ ঘটনা ঘটেছে। তালেবান পুলিশের শিগাল জেলার প্রধানকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়।
নাম প্রকাশ না করার শর্তে তালেবানের এক নেতা সংবাদ সংস্থা এএফপিকে বলেন, সেখানকার পুলিশ প্রধান মারা গেছেন এবং আরো ১১ জন আহত হয়েছেন।
কুনার প্রদেশের একজন চিকিৎসক বলেছেন, ১১ জন আহতের চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে চারজন তালেবান সদস্য এবং সাতজন বেসামরিক নাগরিক।
এখন পর্যন্ত এ ঘটনার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। তবে এর আগে সেখানে এ ধরনের ঘটনা ঘটিয়েছে ইসলামিক স্টেট খোরাসন (আইএস-কে)। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/