স্বাভাবিক হচ্ছে মালয়েশিয়া

আপডেট: October 18, 2021 |

করোনার বিধিনিষেধ শিথিল করায়, মালয়েশিয়ায় রোববার থেকে শতভাগ যাত্রী নিয়ে চলছে গণপরিবহন। সরকারের এমন সিদ্ধান্তে খুশি দেশটিতে বসবাসরত প্রবাসীরা।

দেশটিতে খুলে দেওয়া হয়েছে সব ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান। একই সঙ্গে দেশটির ৯০ শতাংশ প্রাপ্ত বয়স্ক মানুষ দুই ডোজ করোনার টিকা নিয়েছেন। দু’ডোজ টিকা নেওয়া ব্যক্তিদের জন্য খুলে দেওয়া হয়েছে আন্তঃরাজ্য ভ্রমণের বর্ডার। এছাড়াও আগামী মাস থেকে সব ধরনের স্কুল খোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব।

রোববার থেকে মালয়েশিয়ার পুত্রাজায়া, সেলাঙ্গর, কুয়ালালামপুর ও মেলাকায় ন্যাশনাল রিকভারি প্ল্যান তৃতীয় ধাপ থেকে চতুর্থ ধাপে উন্নীত হয়েছে। এতে এখন থেকে শতভাগ যাত্রী নিয়েই চলাচল করতে পারবে গণপরিবহন।

করোনাকালীন সময়ে দেশটিতে বিভিন্ন আইনি জটিলতায় আড়াই শতাধিক বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। এখন ক্রেতাশূন্য বাংলাদেশি অধ্যুষিত সেই মার্কেটগুলোতে ক্রেতাদের ভিড় চোখে পড়ার মতো।

এদিকে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা আশা করছেন, দীর্ঘদিন লকডাউন থাকার কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা অচিরেই কাটিয়ে উঠবেন তারা।

বৈশাখী নিউজ/  জেপা

Share Now

এই বিভাগের আরও খবর