নেপালে মাত্র তিন মিনিটের মধ্যে দুটি ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১। এর মাত্র তিন মিনিট পর প্রায় একই স্থানে ৪ মাত্রার একটি কম্পন অনুভূত হয়। সোমবার বিকেল ৩টা ২০ মিনিটে প্রথম কম্পনটি অনুভূত হয়। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা জানা যায়নি।
এ দুই ভূমিকম্পে কেঁপে ওঠে দার্জিলিং পাহাড় ও লাগোয়া সমতলের একাংশ। কম্পন অনুভূত হয় সিকিমের একাংশেও। নেপালে কাঠমান্ডুর কাছে সিন্ধুপালচক জেলায় ছিল কম্পনের উৎসস্থল।
এদিকে, ভারতীয় ভূকম্পবিষয়ক সংস্থা জানিয়েছে, ভারতীয় স্থানীয় সময় দুপুর ১টা ৩১ মিনিটে আরও একটি কম্পন অনুভূত হয়েছে নেপালে। কাঠমান্ডু থেকে ৬০ কিলোমিটার উত্তরপূর্বে ছিল এর উপকেন্দ্র। কম্পনের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
হিমালয়ের অবস্থান এবং জটিল ভূগঠনের কারণে নেপাল বরাবরই কম্পনপ্রবণ। ২০১৫ সালে ভয়াবহ এক ভূমিকম্পে তছনছ হয়ে গিয়েছিল কাঠমান্ডুসহ দেশের একটি বিশাল অংশ। সোমবার পরপর তিন ভূমিকম্পে সে বারের শঙ্কা ফিরেছে দেশটির বাসিন্দাদের মনে। সূত্র : হিন্দুস্তান টাইমস
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/