সাম্প্রদায়িক হামলার ঘটনায় গর্জে উঠলেন জয়া

আপডেট: October 19, 2021 |

সাম্প্রদায়িক হামলার আগুনে উত্তপ্ত গোটা বাংলাদেশ। ক্ষোভে ফেটে পড়েছে সব মহলের মানুষ। এবার সবার সঙ্গে গর্জে উঠলেন অভিনেত্রী জয়া আহসানও। ভারতীয় বাঙ্গালী কবি নবারুণ ভট্টাচার্যের লেখা থেকে ধার নিয়ে ফেইসবুক বার্তায় তীব্র নিন্দা জানালেন তিনি।

ফেসবুকে জয়া আহসান রংপুরের একটি ছবি আপলোড করেছেন। যেখানে দেখা যাচ্ছে দূরে আগুন জ্বলছে।

ছবিটির ক্যাপশনে তিনি লিখেন,  ‘এই মৃত্যু উপত্যকা আমার দেশ না, এই জল্লাদের উল্লাসমঞ্চ আমার দেশ না, এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না, এই রক্তস্নাত কসাইখানা আমার দেশ না।’ শুধু তাই নয়, প্রতিবাদে ফেসবুকের প্রোফাইল পিকচারও সরিয়ে দিলেন তিনি।

দুই বাংলায় দারুন জনপ্রীয় জয়া আহসান। এপার বাংলা ওপার বাংলায় নিয়মিত যাতায়াত তার। বাংলাদেশে বসেই দেশের জ্বলন্ত ছবি পোস্ট করে রীতিমতো ক্ষোভ প্রকাশ করলেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় নোয়াখালীতে কোরান অবমাননার একটি গুজব ছড়িয়ে পড়তেই এই সাম্প্রদায়িক হামলা শুরু হয়। জয়ার পাশাপাশি এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায়, শ্রীলেখা মিত্র, দেবশংকর হালদার সহ ঋদ্ধি সেনের মতো অভিনেতারা। সূত্র : সংবাদ প্রতিদিন

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর