নিষিদ্ধ জঙ্গি সংগঠন আইএস এবং আল-কায়েদা গোষ্ঠীর ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক বছর বাড়ালো ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)।
ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের সিদ্ধান্তের পর এক বিবৃতিতে জানিয়েছে, ‘বর্তমানে আইএস ও আল -কায়েদার ৬ ব্যক্তির উপর নিষেধাজ্ঞা রয়েছে। এর মধ্যে ইইউ-তে ভ্রমণে নিষেধাজ্ঞা এবং সম্পত্তি বাজেয়াপ্তও আছে’। নিষেধাজ্ঞা ২০২২ সালের ৩১ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।
আল কায়েদা-আইএসের সদস্যরা বিশ্বের বিভিন্ন দেশে গোপনে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে। মূলত ইরাক, আফগানিস্তান ও সিরিয়াতে এই জঙ্গি গোষ্ঠীগুলোর শক্ত অবস্থান। সম্প্রতি আফগানিস্তানের মসজিদে আত্মঘাতী হামলায় শতাধিক মানুষ প্রাণ হারান। এর দায় স্বীকার করে বিবৃতি দেয় আইএস। খবর আনাদোলু
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/