মালয়েশিয়ায় ১৭২ বাংলাদেশিসহ ২১৩ অভিবাসী কর্মীকে আটক করেছে দেশেটির অভিবাসন বিভাগ। গতকাল বুধবার রাজধানী কুয়ালালামপুরের সেতাপাকের ওয়াংসা মাজুতে একটি বহুতল ভবন নির্মাণস্থল থেকে তাদের আটক করা হয়।
আটককৃতদের মধ্যে রয়েছেন তিনজন নারী রয়েছেন। এর আগে সেতাপাকের ওয়াংসা মাজুতে মালয়েশিয়ার বিভিন্ন বাহিনী সমন্বিত অভিযান চালায়। অভিযানে মোট ২৫৪ বিদেশি কর্মীর কাগজপত্র যাচাই করা হয়। এরপর অভিবাসন আইনের অধীনে বিভিন্ন অপরাধে জড়িত থাকায় ২১৩ জনকে আটক করা হয়।
এদের মধ্যে সর্বোচ্চ ১৭২ জন বাংলাদেশি। এ ছাড়া ইন্দোনেশিয়ার ২০, পাকিস্তানের ১০, ভিয়েতনামের ছয়, ভারতের তিন এবং মিয়ানমারের দুই নাগরিক রয়েছেন।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/