হিমাচল প্রদেশে পর্বতারোহণ করতে গিয়ে ১৭ জন পর্বতারোহীর নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। ইতোমধ্যে নিখোঁজ পর্বতারোহীদের উদ্ধারে তল্লাশি শুরু করেছে সেখানকার পুলিশ। খবর ইন্ডিয়া টাইমস ডটকম
খবরে বলা হয়েছে, ভারতের উত্তরাখণ্ডের উত্তরকাশী থেকে গত ১৪ অক্টোবর কিন্নরের উদ্দেশে রওনা দেয় পর্বতারোহীদের একটি দল। এরপর তারা ১৭ থেকে ১৯ অক্টোবরের মধ্যে লামখাগা গিরিপথের কাছে নিখোঁজ হন।
এরই মধ্যে নিখোঁজের ব্যাপারে খবর দেওয়া হয়েছে ভারত-তিব্বত সীমান্ত পুলিশকেও। তারাও তল্লাশি অভিযানে সাহায্য করছে বলে জানিয়েছে ভারতের স্থানীয় প্রশাসন।
কিন্নরের ডেপুটি কমিশনার আবিদ হুসেন সাদিক বলেন, ঘটনার খবর পেয়েই তল্লাশি অভিযানে নামে পুলিশ ও বন দপ্তর। দুর্গম এলাকায় তল্লাশির জন্য ভারত তিব্বত সীমান্ত পুলিশের কাছেও সাহায্য চেয়েছে। তারাও তল্লাশি অভিযানে সাহায্য করছে।
সম্পাদকীয় : নাহার ম্যানশন (৩য় তলা), ১৫০ মতিঝিল ঢাকা।
নিউজ ও কমার্শিয়াল : মুন কমপ্লেক্স (৩য় তলা) ৫৯/১, পাটুয়াটুলি, ঢাকা।
ই-মেইল: boishakhinews24.net@gmail.com
হট লাইন: ০১৬৮৮৫০৫৩৫৬
https://www.boishakhinews24.net/